Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আধারদিঘি ও আধারদিঘির মেলা
স্থান

০৮ নং বড়বাড়ি

কিভাবে যাওয়া যায়

বালিয়াডাঙ্গী উপজেলার ৫কি.মি উত্তর পশ্চিমে বড়কোট গ্রামে আধারদিঘি নামক প্রাচীন দিঘির অবস্থান ।

যোগাযোগ

0

বিস্তারিত

বালিয়াডাঙ্গী উপজেলার ৫কি.মি উত্তর পশ্চিমে বড়কোট গ্রামে আধারদিঘি নামক প্রাচীন দিঘির অবস্থান । কতকাল আগে এই দিঘি খনন করা হয়েছিল তার সঠিক ইতিহাস কেউ বলতে পারে না। অনুমান করার হয় ৫০০-৬০০ বছর পূর্বে এই দিঘি খনন করা হয়েছিল । জনশ্রুতি আছে পূর্বে এই দিঘির পাড়গুলো ছিল বেশ উঁচু এবং বটবৃক্ষে ঘেরা। নানান জাতের পাখি বিশেষ করে হড়িয়াল পাখির আবাস ছিল এখানে। আধারদিঘি ২কিমি দক্ষিণ-পূর্বে বড়কোট নামক শহর ছিল । এই শহরে সূর্যউজ্জ্বল বিবির বসতি ছিল। নবাবী আমলে খাজনা আদায় উপলক্ষে নবাবজাদা গফর খাঁন, নবাবজাদা জয়েনউদ্দিন  ও মেহেদী বেগের আগমন ঘটত এই অঞ্চলে । বিহারের খগড়া স্টেটের জমিদার রাজা প্রীতি চাঁদের তহশীলদারগণ হাতীতে চড়ে খাজনা আদায় করতেন বলে লোকমুখে শোনা যায়। আধারদিঘিতে জমিদারেরা মাছ চাষ করতেন এবং এক থেকে দেড় মণ ওজনের মাছ পাওয়া যেত।

 

এই দিঘি নিয়ে  রয়েছে নানা রকম লোকগাঁথা। কথিত আছে, এলাকাবাসীরা বিবাহ পার্বণ বা কোন অনুষ্ঠান উপলক্ষে মানত করলে টাকা পয়সাসহ বাসন-কোসন এদিঘি থেকে পাওয়া যেত।  হিন্দু সমাজের লোকেরা মনস্কামনা পূরণের জন্য এখনও মানত করে এবং দিঘিতে পূণ্যস্নান করে থাকে।

 

সূদুর অতীতকাল হতে  এদিঘির পাড়ে মেলা হয়ে আসছে। চৈত্রসংক্রান্তি পূজা উপলক্ষ্যে নববর্ষের দিনে আধারদিঘির মেলা বসে । হিন্দু মুসলমান সহ  সকল শ্রেণীর মানুষের সমাগমে মেলাটি জমজমাট হয়ে উঠে।